নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের পৌরসভার ২নং ওয়ার্ডের "পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড" (রেজি: নং-২১৩১, তাং ০১/১১/২০১৫ইং) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার সময় সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি ও বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তক্রমে অনুষ্ঠিতব্য নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনী কমিটি সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে।
এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি শফিউল্লাহ শেখর (চেয়ার), সহ-সভাপতি মুজিব হোসেন (খেজুর গাছ), সম্পাদক ও দৈনিক মেহেদী'র নির্বাহী সম্পাদক মোঃ নাজিম উদ্দিন নেজাম (আনারস) ও কোষাধ্যক্ষ শফিউল আলম (উড়োজাহাজ) প্রতীকে নির্বাচিত।
এছাড়া সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- আমজাদ হোসেন (বই), মোঃ খুরশেদ আলম (টেবিল), মোঃ সেলিম (আম), এস.এম সরওয়ার কবির জুয়েল (মোরগ), মোহাম্মদ নুর (মঈ) সোহেল ইসলাম (মাছ), ওমর ফারুক (ফুটবল) ও সাইফুল ইসলাম (চশমা) প্রতীকে নির্বাচিত।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলম, সদস্য মোঃ কামরুল ফারুক ও ইকরামুল হাসান মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রবীণ সমাজসেবক নুরুল হাকিম বলেন, "এই কমিটিতে অনেক তরুণ ও সৎ মানুষ রয়েছে। আমরা আশাবাদী, তারা এলাকার উন্নয়ন এবং সচ্ছতা নিশ্চিত করতে পারবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোন প্রতিবন্ধকতা না থাকায় ১৯শে এপ্রিল নির্বাচন কমিটি সুষ্ঠু ও সুন্দরভাবে আইনী প্রকৃয়ায় সম্পন্ন করেন। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।"
নারী উদ্যোক্তা সাজেদা আক্তার বলেন, "আমরা চাই এই কমিটি গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করুক। সমবায় সমিতির প্রকৃত উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়।"
তরুণ নেতা মোস্তফা বলেন, "কক্সবাজার শহরের ২নং ওয়ার্ডের "পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড"-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঘিরে প্রার্থী ও সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎকন্ঠায়। নতুন কমিটির কাছ থেকে আমরা স্বচ্ছতা ও কার্যকরী উদ্যোগ আশা করছি। অনেকদিন ধরেই সমবায় কার্যক্রম স্থবির ছিল, এবার হয়তো কিছু পরিবর্তন আসবে।"
সদস্যদের প্রত্যাশা, গঠিত নতুন ব্যবস্থাপনা কমিটি সমিতির উন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। দীর্ঘ ত্যাগ তিতীক্ষার পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাধারণ সদস্যরা আশাবাদী যে, এ সংগঠনটি আরও গতিশীল হবে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করবেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মোঃ নাজিম উদ্দিন বলেন, "আমি সাধারণ সম্পাদকের দায়িত্বকে আমানত হিসেবে নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করে আমরা পরিকল্পিতভাবে গ্রামের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করব। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।"
তিনি আরও বলেন- "সম্মলিতভাবে সবাইকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে, সবাইকে এক মায়ের সন্তান মনে করে কাজ করতে হবে। নিজের সমাজকে নিজ থেকে উজ্জ্বল করতে হবে। চোর, ডাকাত, সন্ত্রাসমুক্ত-মাদকমুক্ত সমাজ উপহার দিতে হবে। সবাইকে সমিতির ও এলাকাবাসীর উন্নয়নে একযোগে কাজ করতে হবে। এবং মাদকের বিরুদ্ধে সবাইকে কঠোর অবস্থানে থাকার আহবান জানিয়ে তিনি বলেন- সবসময় আপনাদের সমাজের মানুষের উন্নয়নে আছি এবং থাকবো, এই সমাজকে সবার আন্তরিক প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ উপহার দিবো ইনশাআল্লাহ।"
নবনির্বাচিত সভাপতি মোঃ শফিউল্লাহ শেখর বলেন, "সবার মতামত ও সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক সমিতি গড়ে তুলতে চাই। এলাকাবাসীর জন্য কার্যকর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা অগ্রসর হবো।"
তিনি আরও বলেন- "সমিতির উন্নয়নে সবাইকে একযুগে কাজ করতে হবে এবং সবার সমন্বয়ে অত্র সমিতির উন্নয়ন করতে হবে। সমবায় সমিতির আইনকানুন মেনে সমিতির সকল কার্যক্রম পরিচালনা করতে।"
উল্লেখ্য গত ১৬ মার্চ নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরন ২০ ও ২১শে মার্চ, মনোনয়নপত্র দাখিল ২২শে মার্চ, ২৩শে মার্চ মনোনয়নপত্র বাঁচাই ও খসড়া তালিকা প্রকাশ ও ২৪-২৫শে মার্চ মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি কিংবা বাতিলের বিরুদ্ধে আপীল আবেদন দাখিল, ২৭শে মার্চ, ০৩ এপ্রিল ও ০৬ এপ্রিল আপীল আবেদনের শুনানি ও নিষ্পত্তি, ০৮ এপ্রিল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ এপ্রিল বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ও ১৯ এপ্রিল ভোট গ্রহণ এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশের দিন ছিল।
সমবায় অফিস সূত্রে জানা গেছে, এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং সরকারের অনুমোদন সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও সদস্যরা নির্বাচন পরিচালনা কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। নতুন কমিটির নেতৃবৃন্দরাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।