মোং রিদুয়ান চৌধুরী
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এএসআই/ তোজাম্মেল হক, এএসআই/মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইং ১৯/০৪/২০২৫ তারিখ সকাল ০৯:২০ ঘটিকার সময় চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-১৫(৯)১৭, জিআর নং-৩২৫/১৭, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭ (ক) মূলে সাজাপ্রাপ্ত আসামী ০১। মোঃ হেলাল উদ্দিন, পিতা-নুর আলম প্রঃ জুলু ড্রাইভার, মাতা-নীলু আক্তার, সাং-মৌলভী বাজার, কেজি স্কুল, ফুলতল, কবির কন্টাক্টরের পুরাতন বাড়ী, মোহরা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ও সিআর মামলা নং-২৯৯১/২৪ (কোতয়ালী), ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ মূলে আসামী হারু চৌধুরী (৫০), পিতা-মৃত মানিক চৌধুরী, সাং-আসারিফা স্টোর, ছালে জহুর বিল্ডিং, কাজী অফিসের নিচের তলা, মুদির দোকান, কাপ্তাই রাস্তার মাথা, কাজির হাট, মোহরা, আল আমিন বারিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।